Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
agri secratery
Details

কৃষিবিদ মো: শরিফুল ইসলাম: রাজশাহী অঞ্চলে কৃষকদের সাথে মতবিনিময় করলেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। আজ ৩১ ডিসেম্বর (মঙ্গলবার )রাজশাহী জেলার পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে বসতবাড়িতে সবজি ও বীজ আলু উৎপাদনকারী কৃষাণী দলের বসতবাড়িতে পারিবারিক পুষ্টিবাগান ও বীজ আলু উৎপাদন মাঠ পরিদর্শন শেষে তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বসতবাড়ির উঠান থেকেই পারিবারিক বিভিন্ন শাকসবজি উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

সকাল ১১.০০ টায় জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিচালকের কার্যালয়,রাজশাহী এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। অতিথিরা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে অতিরিক্ত পরিচালকের দপ্তরের লেবু কর্নারে বিনা লেবু-১ জাতের সারা বছর ফল দেয় এরকম গাছ রোপন করেন।

সচিব কৃষি মন্ত্রণালয় বলেন, রাজশাহী জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বিপ্লব হয়েছে । সংকট রোধে গ্রীষ্মকালীন পেঁয়াজের পাশাপাশি শীতকালীন পেঁয়াজ চাষ করতে হবে। চারঘাট উপজেলার হলদিগাছিতে মো: মামুনুর রশীদ ও পুঠিয়া উপজেলায় প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাসিক এন-৫৩) পরিদর্শন শেষে প্রায় ৪ শতাধিক পেঁয়াজ চাষীদের কৃষক সমাবেশে কৃষকদের সাথে মতবিনিময় করেন।

বিকেলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাকির হোসেন, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী।

কর্মশালায় সভাপতিত্ব করেন মো: সাইফুল আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম; মি: দীপংকর বিশ্বাস, যুগ্মসচিব কৃষি মন্ত্রণালয়; জনাব তরফদার মো: আক্তার জামীল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জনাব মোঃ মাকছুদুল ইসলাম, জনাব আফিয়া আক্তার, জেলা প্রশাসক,রাজশাহী; সচিবের একান্ত সচিব কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্পসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক ড. মোঃ সাহিনুল ইসলাম; অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ উইং, জনাব আবু মো: এনায়েত উল্লাহ, ডিএই; কৃষি সম্পসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: মাহমুদুল ফারুক, ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, উপপরিচালক প্রশাসন, ডিএই;রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ উম্মে ছালমা, উপজেলা নির্বাহী অফিসার পবা, চারঘাট, পুঠিয়া ;প্রকল্প পরিচালক আরডিএডিপি, রফতানীযোগ্য আম উৎপাদন প্রকল্প, রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক অফিসার মো: শরিফুল ইসলাম ।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য, কৃষি তথ্য সাভিস, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ সহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
01/01/2025
Archieve Date
25/02/2026