গত ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় আমার চোখে জুলাই বিপ্লব- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহিদ পরিবার, আহত এবং সকল জুলাই যোদ্ধাদের নিয়ে বর্ষপূর্তি দিবস পালন করা হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। এরপরে জুলাই এ নিহত শহিদ ও আহতদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন স্বর্বস্তরের মানুষ।
অনুষ্ঠান এর আগে জুলাই এ দুইজন শহিদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসন। অন্যদিকে সকালে ইসলামী ছাত্র শিবির একটি বিজয় মিছিল বের করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহিদ পরিবারগুলোর সদস্য, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ছাত্রনেতা সাব্বিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসসহ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস