মো: আমিনুল ইসলাম : সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় রাজশাহীতে শুরু হয়েছে “বিভাগীয় বৃক্ষ মেলা-২০২৫”। গত ২৪ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষমেলা এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজিক বন বিভাগের রাজশাহী অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ্।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা গাছের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে গাছ
লাগানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষের চারা উৎপাদনকারী নার্সারির মালিকদের মাঝে ব্যাংক চেক হস্তান্তর করা হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলাটি সব শ্রেণির মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। রয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী। ২৪ জুলাই -১২ আগস্ট পর্যন্ত ২০ দিন ব্যাপি উক্ত মেলা চলবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: রাশেদুল ইসলাম, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি তথ্য সার্ভিসসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস