Wellcome to National Portal

কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক অফিসের তথ্য বাতায়নে স্বাগতম। কৃষি বিষয়ে সেবা পেতে সরকারি কল সেন্টার ১৬১২৩ নম্বরে ফোন করুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কৃষি তথ্য সার্ভিস (এআইএস) কৃষি মন্ত্রণালয়াধীন একটি স্বতন্ত্র সংস্থা। কৃষি তথ্য ও প্রযুক্তি গণমাধ্যমের সাহায্যে তৃণমুল পর্যায়ে কৃষকের দোড়গোঁড়ায় পৌঁছে দেয়াই সংস্থার মূল লক্ষ্য। ১৯৬১ সনে কৃষি তথ্য সংস্থা হিসেবে আত্মপ্রকাশের পর ১৯৮৫ সনে কৃষি তথ্য সার্ভিসে পরিণত হয়। ১৯৮৬ সনে কৃষি তথ্য সার্ভিস দ্বিধাবিভক্ত হয়ে এক তৃতীয়াংশ জনবল তদানন্তীন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তরিত হয়। বর্তমানে সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয় সমন্বয়ে এ দপ্তরের মোট পদসংখ্যা ২৩৯। কর্মকর্তাদের অধিকাংশই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত। রাজশাহী অঞ্চলে মোট জনবল ১৫ জন।। ঢাকাস্থ সদর দপ্তরসহ  ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, পাবনা ও ময়মনসিংহ-এ ১১টি আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও ও কক্সবাজারে দুটি লিঁয়াজো অফিস রয়েছে।