Wellcome to National Portal

কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক অফিসের তথ্য বাতায়নে স্বাগতম। কৃষি বিষয়ে সেবা পেতে সরকারি কল সেন্টার ১৬১২৩ নম্বরে ফোন করুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

সাম্প্রতিক  উল্লেখযোগ্য কর্মকান্ডঃ
ক. প্রিন্ট মিডিয়া কার্যক্রম:
১. ২০২৪ এবং২০২৫ সালের কৃষি ডাইরি যথাসম্ভব নির্ভুলভাবে ও সময়মত প্রকাশে সহায়তা ও বিতরণ;
২. কৃষি বিষয়ক সমসমায়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি (প্রাকৃতিক দুর্যোগ, ফলন বিষয়ক প্রযুক্তি ইত্যাদি) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ;
৩. কৃষিকথা প্রায় ১০০০০কপি (প্রায়) ও সম্প্রসারণ বার্তা প্রায় ১০০০ হাজার কপি বছরব্যাপী সময়মত বিতরণ করা হয়েছে।
৪. কৃষি বিষয়ক প্রায় ১২০০০ কপি লিফলেট, পোস্টার, বুকলেট ইত্যাদি প্রকাশ ও বিতরণ।

খ. ইলেকট্রনিক মিডিয়া কার্যক্রম:
১. জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কৃষি সংক্রান্ত দিবস (ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বিশ্ব খাদ্য দিবস ইত্যাদি) উপলক্ষে টকশো ধারণ ও মিডিয়াতে সম্প্রচার করা;
২. বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ক “মাটি ও মানুষ” এবং প্রতিদিন সকাল ৭.৪৫ মিনিটে প্রচারিত “বাংলার কৃষি” অনুষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।
৩. কৃষি বিষয়ক প্রযুক্তি নির্ভর বিভিন্ন ডক্যুমেন্টারি নির্মাণ ও প্রদর্শন;
৪. বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা প্রদান;

গ. আইসিটি কার্যক্রম:
১. কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট (www.ais.gov.bd) হালনাগাদকরণে তথ্য প্রদান;
২. ৪৯ টি এআইসিসি স্থাপিত হয়েছে;
 ৪. বিভিন্ন ধরনের তথ্যের চাহিদা পূরণের জন্য ১টি আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

৫. ফেসবুকের (ais rajshahi rajshahi) ও কৃষি তথ্য সার্ভিস রাজশাহী পেজ  ২টির মাধ্যমে কৃষি তথ্য প্রদান।